৫ নভেম্বর ২০২৫

পটিয়ায় বিজয় দিবসে পুষ্পমাল্য অর্পন শেষে বিএনপি-পুলিশের ধস্তাধস্তি

পটিয়া প্রতিনিধি »  

বিজয় দিবসে চট্টগ্রামের পটিয়ায় শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ে মিছিল সহকারে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর সদরের মুন্সেফবাজার এলাকায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

সোমবার দুপুর পৌনে ১২ টায় এ ঘটনা ঘটে। এসময় মহাসড়কের উভয় পাশের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ব্যানার সহকারে মিছিল নিয়ে যাওয়ার পথে পটিয়া থানার ওসি (তদন্ত) জব্বারুল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ তাদের নিকট থেকে ব্যানার কেড়ে নিয়ে লাঠিপেঠা করতে থাকে।

এসময় দলের নেতকর্মীরা প্রতিবাদ করলে জাহাঙ্গীর ও জসিম নামের ২ ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশ ভ্যানে তুলে নেয়। পরে বিএনপি নেত্রী ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি এর প্রতিবাদ করে নেতাকর্মীদের রাস্তায় ব্যরিকেড দিতে বলে।

এক পর্যায়ে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপির প্রার্থী ও দক্ষিন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম উপস্থিত হলে নেতাকর্মীরা আরোও উত্তেজিত হয়ে পড়ে।

এনামুল হক এনাম ছাত্রদল কর্মী জাহাঙ্গীর ও জসিমকে ছেড়ে না দিলে সড়ক থেকে উঠবেন না বলে পুলিশকে সাফ জানিয়ে দেয়। পরে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক হওয়া দুই ছাত্রদল কর্মীকে ছেড়ে দিতে বলে। পরে তাদের ছেড়ে দেয়া হলে নেতাকর্মীরা মহাসড়ক থেকে চলে গেলে প্রায় আধ ঘন্টা পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে পটিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির নেত্রী আফরোজা বেগম জলি জানিয়েছেন, ‘শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন শেষে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল সহকারে দলীয় কার্যালয়ে ফিরছিলাম। পৌর সদরের মুন্সেফবাজার এলাকায় আসলে একটি পুলিশ ভ্যান আমাদের সামনে এসে দাড়ায়। এরপর অতর্কিতভাবে ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদের বেনধড়ক লাঠিপেঠা করতে থাকে। এক পর্যায়ে আমাদের ছাত্রদল নেতাকে আটক করে গাড়িতে তুলে নেয়। আমরা সড়কে ব্যারিকেড দেয়ার ঘোষনা দিলে পুলিশ তাকে ছেড়ে দেয়।’

পটিয়া থানার ওসি (তদন্ত) জব্বারুল ইসলাম জানান, ‘তারা পুশিকে দেখে ভিডিও করে এবং উচ্চৃঙ্খল আচরন করতে থাকে। তাদের ব্যানার নিয়ে নেওয়া হয়। দুইজনকে আটক করলেও পরে ছেড়ে দেয়া হয়। এসময় রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা চলে গেলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।’

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ