বাংলাধারা প্রতিবেদন »
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বুকে ও চেতনায় ধারন করে দেশকে ভালোবাসতে হবে। নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে স্বাধীনতার সঠিক ইতিহাস । কিন্তু স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করে একটি মহল দীর্ঘদিন বিভ্রান্তি ছড়াচ্ছে। এখন সময় এসেছে স্বাধীনতার ইতিহাস বিকৃতকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার।
সীতাকুণ্ডে বিজয় দিবসকে ঘিরে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ডিসেম্বর) মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ দিদারুল আলম এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন, পৌর মেয়র বদিউল আলম, সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ মাহবুবুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, জেলা পরিষদ সদস্য আ.ম. দিলসাদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্ল্যাহ,ওসি ফিরোজ হোসেন মোল্লা,সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্তবর্তী,সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন প্রমূখ।
বাংলাধারা/এফএস/টিএম













