বাংলাধারা প্রতিবেদন »
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম নৌ অঞ্চলে মহান বিজয় দিবস-২০১৯ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম নৌ অঞ্চলে বাদ ফজর সকল মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযাদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিবসটি উপলক্ষে চট্টগ্রাম নৌ অঞ্চলের সকল জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত স্কুল ও কলেজসমূহে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিবসটি যথাযথভাবে পালনের অংশ হিসেবে চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা সমুদ্র অভিযান সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় বিপুল সংখ্যক জনসাধারণ নৌবাহিনীর যুদ্ধজাহাজটি পরিদর্শন করে।
বাংলাধারা/এফএস/টিএম













