৩১ অক্টোবর ২০২৫

স্বার্থ ত্যাগ করে সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের সময় সাধারণ মানুষের উন্নয়ন হয়। এই ধারাবাহিকতা ধরে রাখতে স্বার্থ ত্যাগ করে সংগঠনকে আরো শক্তিশালি করতে হবে।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘৮১ সালে দায়িত্ব দিয়েছিলেন। পরিবারের সবাইকে হারিয়ে সেই দায়িত্ব পালনে চেষ্টা করেছি। আওয়ামী লীগ কখনো কারো সামনে মাথা নত করেনি। দীর্ঘ পথ পরিক্রমায় মানুষের আস্থা অর্জন করেছি। সবাইকে মনে রাখতে হবে মানুষ যেন স্বতস্ফুর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করে।’

প্রায় ১৩ ডিগ্রি শীতের মধ্যে সবার কষ্ট কমাতে অধিবেশন দ্রুত শেষ করার কথাও বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

২১ তম কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রায় সাত হাজার কাউন্সিলর যোগ দিয়েছেন। তাদের মতামতের ভিত্তিতেই দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।

উল্লেখ্য, এর আগে শুক্রবার বেলা ৩টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনের জাতীয় সম্মেলন উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম দিনের সম্মেলন হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেন।

কাউন্সিল উপলক্ষে অধিবেশন স্থল ও আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অধিবেশন সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন