বাংলাধারা ডেস্ক »
দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী পুনরায় চিটাগাং ক্লাব লিমিটেড এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ক্লাবের পরিচালনা কমিটির নির্বাচনে (২০১৯-২০১২০) ২য় বারের মত তিনি চেয়ারম্যান হন। এতে মঞ্জুরুল হক মঞ্জু ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়া জেনারেল কমিটির সদস্য পদে ৯ জন নির্বাচিত সদস্য হলেন মো. নুর উদ্দিন জাবেদ, ইমতিয়াজ হাবিব, মোসলেহউদ্দিন আহমেদ (অপু), এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), আবু আহমেদ হাসনাত, সৈয়দ আহসানুল হক (শামিম), মো. রফিকুল ইসলাম মিয়া (বাবুল), আলী আহসান, মঞ্জুরুল আলম (পারভেজ)।
উল্লেখ্য, নির্বচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং জেনারেল কমিটি সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বচনে মোট ৯৬৫ জন ভোটার ভোটধিকার প্রয়োগ করেন । ১৫ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন এম সাইফুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক ছিলেন মো. রফিকুল ইসলাম ও এম মোসলেম উদ্দিন ।
এর আগে চিটাগাং ক্লাব লিমিটেড এর পরিচালনা কমিটির (২০১৮-২০১৯) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী । সভায় ভাইস চেয়ারম্যান আল সাদাত দোভাষ সাগর এবং জেনারেল কমিটি মেম্বার এস এম শফিউল আজম , সালাউদ্দিন আহমেদ, মোসলেহ উদ্দিন আাহমেদ (অপু), সুলতানুল আবেদীন চৌধুরী , আবু আহমেদ হাসনাত, নুর উদ্দিন জাবেদ, মো. রফিকুল ইসলাম মিয়া (বাবুল), ডা. অলক নন্দী ও জাহিদ সুলতান টিপু উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













