৩০ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগের নতুন কমিটিতে চট্টগ্রামের তিনজন

বাংলাধারা প্রতিবেদন »

আওয়ামী লীগের নতুন কমিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তেমন রদবদল না হলেও পদোন্নতি পেয়েছেন কয়েকজন। তারমধ্যে চট্টগ্রামের তিনজন গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।

সদ্য বিদায়ী কমিটি সভাপতিমণ্ডলীর পদ থেকে বাদ পড়েনি কেউ। তারমধ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রেসিডিয়াম সদস্য হিসেবে আবার নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন সদ্য বিদায়ী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক তথা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ড. হাছান মাহমুদ। দপ্তর সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন সদ্য সাবেক কমিটির উপদপ্তর সম্পাদক তথা চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া গ্রামের বিপ্লব বড়ুয়া।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন: তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও প্রথম সারির শিল্পপতিদের অন্যতম। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী। রাজনৈতিক অঙ্গনে তিনি দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পদ প্রেসিডিয়াম সদস্য। তার নির্বাচনী আসন চট্টগ্রাম – ১ (মিরসরাই)।

ড. হাছান মাহমুদ: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রামের ছেলে ড. হাছান মাহমুদ। চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের এই নেতা এর আগে বন ও পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) সংসদীয় আসনে হ্যাট্রিক বিজয় অর্জন করেন।

ড. হাছান মাহমুদ ২০০৮ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়ে পরিবেশ ও বনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ বছর তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া ২০০৮ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পূর্বে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

ড. হাছান মাহমুদ দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন খ্যাতিমান পরিবেশবিদ হিসেবে সুপরিচিত। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র এবং জাতীয় সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া : আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে পদোন্নতি পেয়ে দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সাবেক ছাত্রনেতা বিপ্লব বড়ুয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছেন। শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নবগঠিত কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সদ্য বিদায়ী কমিটিতে উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন