৩০ অক্টোবর ২০২৫

‘আমি চাচ্ছিলাম,একটু ছুটি দেবেন’-শেখ হাসিনা

বাংলাধারা ডেস্ক »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আমি চাচ্ছিলাম, আমাকে একটু ছুটি দেবেন। ভাবতে হবে, আমার বয়স হয়ে গেছে। আমার বয়স এখন ৭৩। এবারও আমাকে দায়িত্ব দিয়ে দিলেন আপনারা।’

শনিবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের দ্বিতীয় দিনে সভাপতি পদে পুনর্নির্বাচিত হন শেখ হাসিনা।

এ সময় শেখ হাসিনা আরো বলেন, ‘১৯৭৫ সালে মা-বাবা-ভাই-বোন সব হারিয়েছি। আওয়ামী লীগকে আমার পরিবার হিসেবে নিয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালোবাসাই ছিল আমার চলার শক্তি।’

তিনি বলেন, ‘আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারেরমত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার(২১ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে দু’দিনব্যাপী আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের শেষ দিনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

সকালে কাউন্সিল অধিবেশনে সভাপতির নাম প্রস্তাব করেন সভাপতিমন্ডলীর সাবেক সদস্য আব্দুল মতিন খসরু। সমর্থন করেন পীযুষ কান্তি ভুট্টাচার্য।

অপরদিকে সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সমর্থন করেন আব্দুর রহমান। পরে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আবারো নিবাচিত হন এই দুই নেতা।

বিগত ৩টি সম্মেলন পর্যালোচনা করে দেখা গেছে, সাধারণ সম্পাদক হিসেবে ২০০২ সাল থেকে যে কয়েকজনের নাম আলোচনায় এসেছে তাদের মধ্যে ওবায়দুল কাদের অন্যতম। ২০০২ সালে তিনি এ পদের প্রার্থীও হয়েছিলেন। অবশ্য ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটে দলের ভূমিকার প্রশ্নে ২০০৯ সালের সম্মেলনে সৈয়দ আশরাফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এর আগে গতকাল শুক্রবার দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টার দিকে সম্মেলনের উদ্ধোধন করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন