বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৬২টি চোরাই মোবাইলসহ একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ( ২১ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতের নাম- মো. আরমান (২৮)। সে একজন পেশাদার চোরাই মোবাইল বিক্রেতা বলে পুলিশ দাবি করেছে। আরমান লোহাগাড়া উপজেলার চরম কালুয়ার পাড়া গ্রামের মো. নুরুল ইসলামের পুত্র।
নগর গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় স্টেশন রোড এলাকা থেকে ৬২ পিস চোরাইকৃত মোবাইলসহ একজন পেশাদার বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, সে একজন পেশাদার চোরাই মোবাইল বিক্রেতা। সে দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকা থেকে চোরাইকৃত মোবাইল সংগ্রহ করে বিক্রি করে আসছে। এমনকি ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোবাইল সংগ্রহ করে বিক্রি করে বলে জিজ্ঞাসাবাদে জানায় সে।
তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













