বাংলাধারা ডেস্ক »
আগামী ২৪ ডিসেম্বর ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার দুপুরে সচিবলায়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে এমনটি জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, আগামী মঙ্গলবারে আমাদের প্রেসিডিয়াম মিটিং রয়েছে। এর মধ্যে একটা খসড়া প্রস্তাব এবং প্রেসিডিয়ামে আলাপ আলোচনা করার পর সেদিনই আমরা আশা করছি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার, এটা হবে ২৪ তারিখ।
এর আগে শনিবার আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের মাধ্যমে দলের নবম বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং দ্বিতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিলে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এ প্রস্তাব সমর্থন করেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য পীযুষ ভট্টাচার্য। পরে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়।
অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সমর্থন জানান যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে আর কোনো নাম না আসায় ওবায়দুল কাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতা নির্বাচিত হন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













