৩০ অক্টোবর ২০২৫

২৫ ডিসেম্বর থেকে অমর একুশে বইমেলা চট্টগ্রামের স্টল বরাদ্দের আবেদন শুরু

বাংলাধারা প্রতিবেদন »

আগামী বছর ১০ ফেব্রুয়ারি থেকে ২০ দিনব্যাপি ‘অমর একুশে বইমেলা, চট্টগ্রাম- ২০২০’ অনুষ্ঠিত হবে। এবার বইমেলা মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করে আয়োজন করা হচ্ছে। এবারও মেলা অনুষ্ঠিত হবে নগরীর কাজীর দেউড়ি এলাকার এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনিশেয়াম চত্ত্বরে।

এবারও বইমেলাটি আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সার্বিক সহযোগিতায় থাকছে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।

কর্তৃপক্ষ আবেদনকারীদের সতর্ক করে ফরমে উল্লেখ করেন, কোনো স্টলে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী পাইরেসি বই পাওয়া যায় তাহলে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

বইমেলা বিষয়ে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের প্রচার ও দপ্তর সম্পাদক আনিস সুজন বলেন, ২০১৯ বইমেলায় ঢাকা ও চট্টগ্রামের ১১০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। গতবারের অমর একুশে বইমেলার চিত্রই বলে দিয়েছিল কতটা আলোড়ন ফেলেছে এখানকার লেখক পাঠক আর প্রকাশকদের মাঝে। আমরা আশা করছি এবার সারাদেশ থেকে ২০০টিরও অধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করবে।

পাইরেসি ও অন্যান্য বিষয়ে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক বলেন, পাইরেসি এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী বই রাখা যাবে না। এ বিষয়ে আমরা একটা আলাদা পর্যবেক্ষণ কমিটি করা হবে। যদি কোনো স্টলে পাইরেসি এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী বই পাওয়া যায় তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ২৫ ডিসেম্বর (বুধবার) থেকে বিনামূল্যে সরাসরি সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে।

আবেদন ফরম পাওয়ার ঠিকানা : বলাকা প্রকাশন, ৪০ মোমিন রোড, কতোয়ালী, চট্টগ্রাম।

বইমেলায় স্টলের জন্য আবেদন করতে ফরমের সাথে সংযুক্ত করতে হবে:

১) আবেদনকারী প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেটের সত্যায়িত ফটো কপি;

২) বইমেলার উদ্বোধন অনুষ্ঠানকালীন স্টলে দায়িত্বপালনকারী একজন প্রতিনিধির বিবরণ;

৩) প্রতিষ্ঠানের ২০১৯ সালে প্রকাশিত ১৫টি বইয়ের তালিকা প্রকাশিত গ্রন্থের মূদ্রিত ক্যাটালগ জমা দিতে হবে;

৪) স্টলে নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত বই ছাড়া অন্য কোনো বই রাখা যাবে না;

৫) সকল আবেদনকারীকে সিঙ্গেল স্টলের জন্য দুই হাজার টাকা এবং ডবল স্টলের জন্য পাঁচ হাজার জমা দিতে হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন