বাংলাধারা প্রতিবেদন »
প্রায় শেষ হয়ে এলো ২০১৯ সাল। সামনেই বড়দিন, সেই সাথে নতুন বছরের হাতছানি। ভারী শীতের এই আমেজের মাঝে পুরো পৃথিবী সাজছে বড়দিন এবং বর্ষবরণের উদ্দীপনায়। এই যাত্রায় পিছিয়ে নেই বন্দর নগরী চট্টগ্রামও। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যেই বড়দিনের বর্ণিল সাজে সেজেছে রেডিসন ব্লু চট্টগ্রাম।
হোটেলের লবিতেই দেখা হয়ে যাচ্ছে সান্টাক্লজের রেইনডিয়ার ও স্নোম্যানদের সাথে। পুরো হোটেলের বিভিন্ন জায়গায় আছে অগনিত ক্রিস্টমাসট্রি। হোটেলের দেশী-বিদেশি অতিথিরা ব্যস্ত এই সাজের মাঝে আগত বড়দিনের আমেজ খুঁজে নিতে।
বড়দিন উপলক্ষ্যে মাত্র ১২ হাজার ২৫ টাকায় থাকছে নগরীর একমাত্র এই পাঁচ তারকা হোটেলে থাকার প্যাকেজ, যাতে অতিথিরা পাচ্ছেন ফ্রি বুফ্যে, ব্রেকফাস্ট এবং ডিনার।
বড়দিনকে কেন্দ্র করে হোটেলের রন্ধন শিল্পীরাও নানা চমক সৃষ্টিতে ব্যস্ত আছেন বলে জানা যায়।
বাংলাধারা/এফএস/টিএম













