২৪ অক্টোবর ২০২৫

ঢাকার প্রয়োজন ১৬১ রান

বাংলাধারা প্রতিবেদন »

বিপিএলে সোমবার (২৩ ডিসেম্বর) দিনের প্রথম খেলায় ঢাকার বিরুদ্ধে কুমিল্লা ১৬০ রান নিয়েছে। ঢাকাকে জিততে হলে ১৬১ রান নিতে হবে।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ঢাকা প্রতিপক্ষকে প্রথম ব্যাট করার আমন্ত্রণ জানায়।

প্রথমে ব্যাট করতে নেমে রাজপাকশে্র অপরাজিত ৯৬ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৬০ রান তুলে। কুমিল্লার পক্ষে ইয়াসির আলী ৩০ রানে অপরাজিত থাকেন। এছাড়া সৌম্য সরকার ১০ রানে, সাব্বির শূন্য রানে এবং মালান ৯ রানে আউট হন।

ঢাকা প্লাটুনের পক্ষে মেহেদি হাসান দুইটি সাদাব খান একটি উইকেট লাভ করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন