২৪ অক্টোবর ২০২৫

ইত্তেফাক প্রকাশনার ৬৭তম বর্ষে পদার্পন করছে আগামীকাল

বাংলাধারা প্রতিবেদন »

দেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র দৈনিক ইত্তেফাক প্রকাশনার ৬৭তম বর্ষে পদার্পন করছে মঙ্গলবার (২৪ ডিসেম্বর)।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাজধানীর ইত্তেফাক ভবনের পাশাপাশি চট্টগ্রাম ব্যুরোর উদ্যোগেও আয়োজন করা হবে শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানের।

জানা গেছে, সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে কেক কেটে শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানের সূচনা করা হবে।

ইত্তেফাকের চট্টগ্রাম ব্যুরো প্রধান সালাউদ্দিন মো. রেজা জানান, বরাবরের মতো জাঁকজমকপূর্ণ ভাবেই চট্টগ্রামে পালন করা হবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী। এতে রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক, পেশাজীবি, গণমাধ্যম, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে তিনি আশা প্রকাশ করছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন