২৪ অক্টোবর ২০২৫

নগরীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা মোবাইল ফোন জব্দ, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর পাচঁলাইশ ও খুলশী থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে শুল্ক ফাঁকি দেওয়া মোবাইল ফোন জব্দসহ ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাব-৭’র ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ( ২১ ডিসেম্বর ) দুপুর দু’টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৩৩৩ টি মোবাইল ফোন জব্দ ও ১৩ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় , সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন দেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন নামী দামী ব্র্যান্ডের মোবাইল ফোন এনে বিক্রয় করছে। এ ধরণের অসাধু ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে চট্টগ্রাম শহরের বিভিন্ন মার্কেটে বিশেষ গোয়েন্দা দল নিয়োগ করা হয়। যার প্রেক্ষিতে গোপন তথ্যের মাধ্যমে জানতে পারা যায় যে, চট্টগ্রাম মহানগরীর পাচঁলাইশ ও খুলশী থানাধীন এলাকায় সানমার ওশান সিটি, ইউনুছ সিটি সেন্টার ও ফিনলে স্কয়ার মার্কেটে কতিপয় অসাধু ব্যবসায়ী শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ বিদেশী মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে , শুল্ক ফাঁকি দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক সানমার ওশান সিটি’র বিশাল ইলেক্ট্রনিক্সকে ৩০ হাজার টাকা, ফেমাস টেলিকম ও জিএসএম ল্যাবকে ২০ হাজার টাকা, বেস্ট ওয়ানকে ২০ হাজার টাকা, ভিরাজ বাই সেল এক্সসেঞ্জকে ১৫ হাজার টাকা, গেম স্টেশনকে ১০ হাজার টাকা, ইউনুছ সিটি সেন্টারের এ্যাপহোয়েলকে ৩০ হাজার টাকা, পয়েন্টকে ২০ হাজার টাকা, ইজি কলকে ২০ হাজার টাকা, ফিনলে স্কয়ার মার্কেটের ড্যাজেলকে ২০ হাজার টাকা, সেলমার্টকে ২০ হাজার টাকা, আনবক্সকে ১৫ হাজার টাকা, গ্লোবাল মিডিয়াকে ১০ হাজার টাকা ও ইউনিক পয়েন্ট’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, উদ্ধারকৃত আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান ও বিটিআরসি’র উপ-পরিচালক রোকসানা বেগমের উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং আদায়কৃত মোট জরিমানা ২ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে জানায় র‌্যাব-৭’র ভ্রাম্যমাণ আদালত।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন