২৪ অক্টোবর ২০২৫

পটিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

পটিয়া প্রতিনিধি »

পটিয়ায় রবি মৌসুমে ভূট্টা, চিনাবাদাম ও মুগ ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি এ কর্মসুচির শুভ উদ্বোধন করেন।

সোমবার (২৩ ডিসেম্বর) পটিয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উন্নয়ন সমন্ময়ক বিজন চক্রবর্তী, আবদুল খালেক, আলমগীর খালেদ, আজিমুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মাজোদা বেগম শিরু, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, এম. এজাজ চৌধুরী, এড.বেলাল উদ্দিন, এম.এন.এ নাছির, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্বল হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা উত্তম মজুমদার, উপ সসহকারী কৃষি কর্মকর্তা তরুণ চৌধুরী, ডিকেআইবি, সভাপতি খায়ের আহমদ, সাধারণ সম্পাদক রুপন চৌধুরী, অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আশিষ কুমার দাশ।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাবার রেখে যাওয়া এ দেশকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে। তিনি কৃষিবান্ধব প্রধানমন্ত্রী। কৃষকদের কল্যানে কাজ করছেন। কোথায় কোন জমি চাষাবাদ হচ্ছেনা খুঁজে খুঁজে বের করছে। অনাবাদী জমি যেখানে পড়ে আছে সেখানে এগুলো চাষ করার জন্য কৃষকদের প্রনোদিত করছে। বিনামুল্যে সার-বীজ দিচ্ছে। কোন এলাকায় যাতে অনাবাদী জমি না থাকে, সব জমি যাতে চাষাবাদের আওতায় আসে সেজন্য কৃষি সম্প্রসারন অফিসের কর্মকর্তাদের আন্তরিকার সহিত কৃষকদের সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে ২১৫ জন কৃষককে ১৬০ কেজি ভুট্টা, চীনা বাদাম ১৫০ কেজি, শীতকালীন মুগ ৩০০ কেজি, গ্রীষ্মকাল মুগ ৩০০ কেজি। মোট বীজের পরিমান ৯১০কেজি এবং ডিএপি সার ২ হাজার ৯৫০কেজি, এমওপি সার ২ হাজার ৭৫ কেজি প্রদান করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন