২৪ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে ভূমি জরিপ আইন সংশোধনের দাবিতে বিক্ষোভ: প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি

খাগড়াছড়ি প্রতিনিধি »  

খাগড়াছড়ি জেলায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ও সংশোধনী আইন ২০১৬ এর অধীনে শুনানী বন্ধও আইন সংশোধনের দাবিতে খাগড়াছড়ি ভূমি বিরোধ নিষ্পওি কমিশন কার্যালয় ঘেরাও করেছেন পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে খাগড়াছড়ি ভূমি বিরোধ কমিশন কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশকরেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম হইতে বাঙ্গালীদের উচ্ছেদ করার নীলনকশা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে পার্বত্য চট্রগ্রাম ভূমি কমিশনে এককভাবে ক্ষদ্র-নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দের প্রাধান্য দেওয়া হয়েছে। ভূমি কমিশন গঠন করা হয়েছে সেখানে তিন পার্বত্য জেলা থেকে বাঙ্গালীদের পক্ষে কথা বলার জন্য কোন প্রতিনিধি রাখা হয়নি। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি কে প্রধান করে সেখানে ৭ সদস্যের কমিটি করা হয়েছে। যেখানে উপজাতিদের থেকে তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন এই ভূমি কমিশনের সদস্য, তিনজন রাজা হচ্ছেন ভূমি কমিশনের সদস্য, একজন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সহ সাত সদস্যের ভূমি কমিশনে বাঙ্গালীদের কোন প্রতিনিধি রাখা হয় নাই। তাই পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ সংশোধন পূর্বক বাঙ্গালী প্রতিনিধি অন্তর্ভূক্ত করার দাবী জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের আহবায়ক ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইঞা, সাবেক মেয়র আলমগীর কবির, স্টিয়ারিং কমিটির সদস্য খাগড়াছড়ি পৌরসভা কাউন্সিলর আব্দুল মজিদ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:আনিছুজ্জামান ডালিম নারীনেত্রী সালমা আহম্মেদ মৌ, আসাদুল্লাহ আসাদ,মো: মাইন উদ্দিন প্রমূখ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন