৫ নভেম্বর ২০২৫

আপনার ওসি,আপনার কাছে

বাংলাধারা প্রতিবেদন »   

মানুষ থানায় আসতে নাকি লজ্জা পায়,আর ওসির কাছে যেতে ভয় পায়। মানুষের সেই লাজ ভাঙাতে আর ভয় কাটাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা নিজেই এলেন সেবা প্রার্থীদের কাছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলায় ‘আপনার ওসি, আপনার কাছে’ বুথ নিয়ে হাজির হয়েছিলেন তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন,‘আপনার ওসি,আপনার কাছে’ বুথে এসে মানুষ অভিযোগ জানিয়েছে। অপরাধমুক্ত এলাকা গড়তে সুন্দর কিছু প্রস্তাবও দিয়েছে। সমাধানযোগ্য বিষয়গুলো আমরা তাৎক্ষণিকই সমাধান করেছি। বাকিগুলোর ক্ষেত্রে আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছি। সীতাকুণ্ড থানাকে সবার আস্থা ও ভরসার কেন্দ্র করারও কথাও দিয়েছি। এছাড়া এখন থেকে প্রতিটি এলাকাতেই হ্যালো ওসি বুথ খুলে জনতার দৌড়গোড়ায় গিয়ে সেবা প্রদানের ব্যবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন পরিদর্শক (তদন্ত) শামীম শেখ,ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু,সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক রাশেদুজ্জামান,হারুনুর রশিদ,টিবলু কুমার মজুমদার,ইউপি সদস্য আকবর হোসেন,মশিউর রহমান,আনোয়ার হোসেন ও মো.ইসহাক ও এলাকাবাসী।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ