৪ নভেম্বর ২০২৫

সমুদ্রের অনিরাপদ জোনে গোসলে নেমে লাশ হয়ে ফিরল খুলনার স্কুল শিক্ষার্থী

কক্সবাজার প্রতিনিধি »

পরিবারের সাথে বেড়াতে কক্সবাজার এসে সমুদ্রে ডুবে লাশ হয়ে বাড়ি ফিরেছে খুলনার সোনাডাঙ্গার স্কুল শিক্ষার্থী রেদওয়ান আহমেদ (১৪)। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ সমুদ্র সৈকতের অনিরাপদ জোনে ২৫ ডিসেম্বর বেলা ১১টার দিকে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলো রেদওয়ান।

২৬ ডিসেম্বর বেলা ১ টার দিকে একই স্থানে তার মরদেহ ভেসে উঠে বলে জানিয়েছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আতিক উল্লাহ। 

রেদওয়ান খুলনা সোনাডাঙ্গার সাব্বির আহমদের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের অস্টম শ্রেণীর শিক্ষার্থী।    

পরিবারের বরাত দিয়ে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আতিক উল্লাহ জানান, স্কুল বন্ধ পড়ায় স্বজনদের সাথে কক্সবাজারে বেড়াতে এসে রেদওয়ানরা পেচারদ্বীপের  একটি রিসোর্টে উঠে। বুধবার সকালে সাগরে গোসল করতে নামার একটু পরেই সে ভাটার টানে গভীর সমুদ্রে ভেসে যায়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ ভেসে উঠে। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ নিয়ে রাতেই খুলনার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তার শোকাহত স্বজনদের।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ