বাংলাধারা ডেস্ক »
ঢাকা দক্ষিণের মেয়র পদে শেখ ফজলে নূর তাপসের পর আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন বর্তমান মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা দক্ষিণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন মেয়র সাঈদ খোকন। মনোনয়নের বিষয়ে দলের সিদ্ধান্ত মেনে নেয়ার আশ্বাস দেন তিনি।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে সাংবাদিকদের সামনে দোয়া প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন সাঈদ খোকন।
দক্ষিণের মেয়র বলেন, তার রাজনৈতিক জীবনে একটা কঠিন সময় যাচ্ছে। তবে কঠিন সময়ের কথা বললেও এর ব্যাখ্যা দেননি তিনি।
আবেগ আপ্লুত খোকন বলেন, পিতার হাত ধরে রাজনীতিতে এসেছেন। পিতার অবর্তমানে শেখ হাসিনা তার অভিভাবক। শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত।এই সাড়ে চার বছর ঢাকা শহরে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছেন। সুখে-দুঃখে, ঢাকাবাসীর আপদে-বিপদে পাশে ছিলেন। কখনো কর্তব্যে অবহেলা করেননি বলেও জানান সাঈদ খোকন।
এদিকে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে তৃতীয় দিনের মতো ঢাকার দুই সিটি করপোরেশনের মনোনয়ন বিতরণ করা হয়। তৃতীয় দিনে উত্তর ও দক্ষিণের মেয়র পদে পৃথকভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আটজন। এছাড়া দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র তুলেছেন ৮৫ জন। শুক্রবার(২৬ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত চলবে আওয়ামী লীগের সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন বিতরণ কার্যক্রম।বার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা।
অন্যদিকে, আওয়ামী লীগের মতো বিএনপিও বিশেষ গুরুত্ব দিচ্ছে এই নির্বাচনকে। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে প্রথম দিনের মনোনয়ন ফরম বিক্রি করা হয়।বিকেল সাড়ে তিনটার পর ঢাকা উত্তরের জন্য মনোনয়নপত্র কেনেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন। আর বিকেল চারটার দিকে ঢাকা দক্ষিণের জন্য মনোনয়নপত্র কেনেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন।
শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার সময় নির্ধারণ করেছে দলটি। শনিবার গুলশানে, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হবে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার। ওই দিনই প্রার্থী চূড়ান্ত করবে দলের পার্লামেন্টারি বোর্ড। মনোনয়নপত্র কিনতে হচ্ছে ১০ হাজার টাকায়। তবে জমা দেওয়ার সময় অফেরতযোগ্য জামানত হিসেবে ১ লাখ টাকা জমা দিতে হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ভোট ৩০ জানুয়ারি।
বাংলাধারা/এফএস/টিএম
				












