৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের বায়েজিদে ২ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর বায়েজিদ বোস্তামি সড়কের ষোলশহর দুই নম্বর রেলগেট থেকে অক্সিজেন মোড় পর্যন্ত উভয় পাশের দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে চসিক।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের নেতৃত্বে  এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফুটপাত ও নালার জায়গা অবৈধ ভাবে দখল করে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ ছাড়াও ফুটপাতের ওপর দোকান পণ্যসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে এসময় বেশ কিছু দোকানিকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকানীরা যানজট সৃষ্টি করে আসছিল।  এ অভিযান চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বায়েজিদ বোস্তামী থানা, খুলশী থানা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটলিয়ানের সদস্য।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ