বাংলাধারা প্রতিবেদন »
ঘন কুয়াশার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি মধ্য প্রাচ্য থেকে আসা তিনটি ফ্লাইট ।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ফ্লাইটগুলো চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বিমান বন্দর সূত্র জানায়, দোহা থেকে আসা সকাল ৭টায় রিজেন্ট এয়ারলাইন্স, সকাল ৮টা ২০ মিনিটে ইউএস বাংলার ফ্লাইট ও ওমান থেকে আসা সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকায় অবতরণ করে।
শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরওয়ার-ই-জামান জানান, সকালে মধ্য প্রাচ্য থেকে আসা তিনটি ফ্লাইট ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারে নি। সকাল ৯টার পর কুয়াশা কেটে যাওয়ায় বিমান বন্দরের সকল ফ্লাইট উঠা নামা স্বাভাবিক রয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













