২৯ অক্টোবর ২০২৫

বাম জোটের মিছিলে বাঁধা, পুলিশ সদস্যসহ আহত ১০

বাংলাধারা ডেস্ক »

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে কালো দিবস পালনের মিছিলে পুলিশি বাঁধার মুখে পড়েছে বাম গণতান্ত্রিক জোট। এসময় পুলিশ ও বাম জোটের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এতে পুলিশের এক সদস্য ও বাম জোটের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল করতে গেলে হাইকোর্ট চত্বরে এই ঘটনা ঘটে।

এর আগে দুপুর ১২ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। এসময় জোটের নেতারা বলেন, গত বছরের ৩০ ডিসেম্বর এক নজিরবিহীন ভোট ডাকাতি-ভোট জালিয়াতির মধ্য দিয়ে গঠিত সংসদ ও সরকার এক বছর পার করেছে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সরকার ৩০ ডিসেম্বর ভোট ২৯ ডিসেম্বর রাতে ব্যালট পেপারে সিল মেরে ভোট জালিয়াতির এক চরম কলঙ্কজনক নজির স্থাপন করে পুনরায় ক্ষমতাসীন হয়েছে।

তারা বলেন, ভোটের নামে এসব ছিল এক ধরনের ‘নির্বাচনী ক্যু’। আর নির্বাচনী ফলাফল ছিল পূর্বনির্ধারিত। যে নির্বাচন জনগণ মেনে নেয়নি। তাই ভোট ডাকাতির ওই নির্বাচন বাতিল করে অবিলম্বে দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম


আরও পড়ুন