বাংলাধারা প্রতিবেদন »
বছরের প্রথম দিন (১ জানুয়ারি) দেশজুড়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে কর্ণফুলী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।
ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহেদুর রহমান শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি ফারুক চৌধুরী এবং উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম উদ্দিন চৌধুরী, চরপাথরঘাটা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আবু তাহের, আবদুর রাজ্জাক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকার শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে বই বিতরণ উৎসব পালন করে আসছি। তোমরা বছরের প্রথম দিনেই নতুন বই পেয়েছো। এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন সত্যিই দুর্লভ ও কঠিন কাজ। বর্তমান সরকারের আন্তরিকতা, সদিচ্ছার কারণে এ ধরণের একটি কঠিন কাজকে সম্ভব করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













