৩০ অক্টোবর ২০২৫

লামায় ‘হ্যালো ওসি’ কার্যক্রম শুরু, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা

লামা প্রতিনিধি »

‘আপনার ওসি আপনার দৌরগোড়ায়, কথা বলুন আপনার ওসির সাথে’ প্রতিপাদ্য নিয়ে লামায় শুরু হয়েছে ‘হ্যালো ওসি’ কার্যক্রম।

লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানিয়েছেন, সেবা নিতে পুলিশের দ্বারে নয়, জনগণের দ্বারেই আসছে পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি৷

তারই অংশ হিসাবে মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় লামা থানাধীন ৩নং ফাসিয়াখালী ইউপির ৬ নং ওয়ার্ডের হায়দারনাশী গুলিস্তান বাজারে ‘আপনার ওসি আপনার দোরগোড়ায়’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

লামা থানা পুলিশের এসআই আয়াত উল্লাহ ও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য মো. শাহাজাহানের পরিচালনায় লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সভায় উপস্থিত জনতার সাথে সরাসরি কথা বলেন। এসময় এলাকার সকল প্রকার অপরাধ সম্পর্কে খবর নেন। কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান করে। পরে সকল বিষয়ে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্থ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল হক, এসআই সালাহ উদ্দিন রাসেদ, ইউনিয়ন কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মঞ্জুর আলম, এনামুল হক কুতুবী, অহিদুল কাদের অহিদ, শাহা আজম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।

থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান, যে কোন সেবা পেতে পুলিশই পৌঁছবে আপনার দোরগোড়ায়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন