৩০ অক্টোবর ২০২৫

লামায় তথ্যপ্রযুক্তি মামলায় যুবক গ্রেফতার

লামা প্রতিনিধি »

লামায় তথ্য প্রযুক্তি মামলায় মো. মামুন নামে এক যুবককে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত গভীর রাত ২টার সময় উপজেলার বড় ছনখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রায় ৫ মাস আগে মামুন লামায় নবম শ্রেণীর এক ছাত্রীর আপত্তিকর ছবি তুলে ফেইসবুক ও ইউটিউব এবং এলাকায় পোস্টার সাঁটায়। উক্ত ঘটনার প্রধান আসামী মো. মামুনকে পাঁচ মাস পর গ্রেপ্তার করা হয়।

থানার উপ-পরিদর্শক মো. আইয়াতুল্লাহ জানান, বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড়ছন খোলা এলাকার নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে মো. মামুনের নেতৃত্বে আরো কয়েকজন বখাটে মিলে গত ৭ আগস্ট জোর করে আপত্তিকর ছবি তুলে গেলো বছর। ছবি তুলার ২১ দিন পর অর্থাৎ গত ২৮ আগস্ট, ২০১৯ তারিখ ঐ ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এলাকার জন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টারিং করে আসামি মামুন ও অপরাপর আসামিরা।

এ ঘটনায় ঐ স্কুল ছাত্রীর মা রেনুয়ারা বেগম গত ২৮ আগস্ট, ২০১৯ তারিখ রাত সাড়ে ১১ টায় লামা থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় মামুন নামের এক বখাটেসহ আরো চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে।

এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্য অপ্পেলা রাজু নাহা জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামি মো. মামুনকে আদালতে পাঠিয়ে দেওয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন