৩০ অক্টোবর ২০২৫

কক্সবাজার পৌঁছালেও বাস থেকে নামা হলো না বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার!

কক্সবাজার প্রতিনিধি »

পরিবার-পরিজন নিয়ে বেড়াতে এসে কক্সবাজার পৌঁছালেও বাস থেকে জীবিত নামা হলো না পর্যটক মো: আজিজুল হুদা রানার (৫৮)। বিমান বাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট রানার বাসের সিটেই মৃত্যু বরণ করেছেন।

মঙ্গলবার সকালে কক্সবাজারের কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। নতুন বছরে পরিবার নিয়ে আনন্দ করতে বের হওয়াটা ‘শোক যাত্রায়’ পরিণত হলো তাদের।

জানা গেছে, সোমবার রাতে ঢাকা ধানমন্ডি এলাকার বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আজিজুল হুদা রানা স্বপরিবারে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন। গাড়িতে আজিজুল হুদা রানার সাথে ছিলেন আরো তিনটি পরিবারের স্বজন। তারা যথারীতি গাড়িতে স্বাভাবিক ছিলেন। সকালে কক্সবাজার কলাতলি মোড়ে গাড়ি থেকে নামতে গিয়ে তাকে ঘুমন্ত ভেবে ডাকতে গেলেই বাসের সীটে অবচেতন ভাবেই পান তাকে। এরপর দ্রুত তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভ্রমণে সাথে আসা আজিজুল হক রানার শ্যালক ছৈয়দ শারাফাত হোসাইন গণমাধ্যমকে বলেন, নতুন বছরে পরিবারের সবাইকে নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছিলাম। দুলাভাই (রানা) কুমিল্লায় বিরতির সময় খাবার খেয়েছেন। ধারণা করছি, কক্সবাজার পৌছার কিছুক্ষণ আগেই বাসে ঘুমন্ত অবস্থায় দুলাভাই মারা গেছেন। তার মরদেহ রাতেই ঢাকা পৌছেছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহিন আবদুর রহমান বলেন, বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আজিজুল হুদা রানাকে হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যুবরণ করেন। দুপুরেই তাকে এ্যাম্বুলেন্স করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন