৫ নভেম্বর ২০২৫

যানজট নিরসনে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান: সওজের জায়গা অবৈধ দখলমুক্ত

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডের সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন ১৪০০ বর্গফুট জায়গা অবৈধ দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টা থেকে ৭ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডের সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন ১৪০০ বর্গফুট জায়গা অবৈধ দখলমুক্ত করে উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা। এসময় হাটহাজারী থানা পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আখতার কামাল উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ