বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলনা নিয়ে হাজির হয়ে তাদের সারপ্রাইজ দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় প্রাক প্রাইমারির শিক্ষার্থীদের হাতে খেলনা তুলে দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলনা নিয়ে তাদের সারপ্রাইজ দেয়ার চেষ্টা করি। খেলনা পেয়ে বাচ্চারা খুশিতে আত্মহারা। আনন্দে বেড়ে উঠুক আমাদের শিশুরা।
বালাধারা/এফএস/টিএম
				












