খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ভোক্তা অধিকার আইন জনসচেতনতামূলক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১জানুয়ারি) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণের সেমিনার অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা ভোক্তা অধিকার আইন সংরক্ষণ জনসচেতনতামূলক সেমিনারে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, মাটিরাঙ্গা থানার (ওসি)তদন্ত মো:শাহিনুর আলম, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ভোক্তা অধিকার আইন সর্ম্পকে ভোক্তাদের অবহিত করেন একজন ভোক্তাকে যদি কোন দোকানদার পণ্যর দামের চেয়ে বেশি বা ওজনে কম দেয়, প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করেন। সবাইকে ভোক্তা অধিকার আইন সর্ম্পকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন হলেও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকাংশই ভোক্তা অধিকার সম্পর্কে অতটা সচেতন নয়। ফলে ভোক্তারা প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন। এ বিষয়ে মানুষকে অধিকতর সচেতন করে তুলতে প্রচারের উপর গুরুত্বরোপ করেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ
 
				












