৩১ অক্টোবর ২০২৫

কক্সবাজারে প্রবাসী হত্যার প্রধান অভিযুক্ত খুইল্ল্যা মিয়া গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রবাসী মোহাম্মদুল হক (৪৫) হত্যার এজাহারভুক্ত প্রধান আসামি সোলতান ওরফে খুইল্ল্যা মিয়াকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) সকালে টেকনাফের একটি গহীন পাহাড়ি জঙ্গলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একইদিন বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রামু থানার ওসি আবুল খায়ের।

গ্রেফতার সোলতান ওরফে খুইল্ল্যা মিয়া একই এলাকার বাসিন্দা। ওসি আবুল খায়ের জানান, ১৪ জানুয়ারি রাত ৮ টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পূর্ব পানের ছড়া ঝিরিরঘোনা এলাকায় প্রবাসী মোহাম্মদুল হককে কুপিয়ে হত্যা করে খুইল্যা মিয়ারা। এলোপাতাড়ি দায়ের কোপে মোহাম্মদুল হকের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাছাড়া ডান পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। নিহত মোহাম্মদুল হক একই এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সোলতান ওরফে খুইল্যা মিয়াকে ১ নম্বর আসামী করে রামু থানায় হত্যা মামলা দায়ের করা হয়। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন