বাংলাধারা প্রতিবেদন »
নগরীতে অপহৃত স্কুলছাত্রীকে (১৩) অপহরণের তিনদিন পর উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে নগরীর ইপিজেড থানাধীন ফ্রি-পোর্ট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। সাথে অপহরণকারী মো. সোহেলকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত রোববার সকালে স্কুলে যাওয়ার সময় বায়েজিদ বোস্তামী থানার চন্দ্রনগর এলাকা থেকে ৬ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনার পর স্কুলছাত্রীর পরিবার বায়েজিদ থানায় গিয়ে দায়িত্বরত কর্মকর্তাকে নিখোঁজ ডায়েরি করেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













