বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মোরশেদ আলম নামে এক জলদস্যু নিহত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব জানিয়েছে, নিহত মোরশেদ একই উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ২ নম্বর ওয়ার্ডের মৃত সিদ্দিক আহমদের ছেলে। সে বঙ্গোপসাগরের একজন জলদস্যু ছিল। ঘটনাস্থল থেকে একটি পিস্তলসহ চারটি অস্ত্র, তিনটি রামদা ও ১৯ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানিয়েছেন, বাণীগ্রামে ডাকাতির খবর পেয়ে র্যাবের একটি দল ঘটনাস্থলে যায়। সে সময় র্যাবকে লক্ষ্য গুলি ছোঁড়ে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় কুখ্যাত ডাকাত মোরশেদ। নিহত মোরশেদ আলমের বিরুদ্ধে বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা, বুজরুজ মেহের হত্যাসহ দুই ডজনের অধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
এদিকে, মোরশেদ নিহত হওয়ায় চাম্বল ইউনিয়নের মধ্যে স্বস্তি বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, সে একজন ভূমিদস্যুও ছিল। অবৈধভাবে জায়গা দখল করে দোকানপাট বেঁধে লাখ লাখ টাকা আদায় করত। এদের বিরাট একটা সিন্ডিকেট দীর্ঘদিন থেকে ডাকাতি করে যাচ্ছে। ভূমি দখল, গাছ কর্তনসহ নানা অপরাধ কর্মে তাদের রামরাজত্ব ছিল বলে জানায় স্থানীয় লোকজন।
বাংলাধারা/এফএস/টিএম













