৩০ অক্টোবর ২০২৫

এবার ১২ ঘন্টা সম্প্রচারে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের (সিটিভি) ১২ ঘন্টার সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র (সিটিভি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই পথচলা শুরু হয় ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর। এরপর থেকে কখনও ৩ ঘন্টা, কখনও ৬ ঘন্টা আবার কখনও ৯ ঘন্টা সম্প্রচার সময় পেরিয়ে বর্তমানে এসে পৌঁছেছে ১২ ঘন্টায়।

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র (সিটিভি)’র প্রতি প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় বিশেষ ধন্যবাদ প্রকাশ করেছেন চট্টগ্রামের শিল্পীরা।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র তালিকাভুক্ত সঙ্গীত পরিচালক ফরিদ বঙ্গবাসী বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সিটিভির প্রতি সুনজর দেওয়ার জন্য। আমরা চাই সম্প্রচার শুধু ১২ ঘন্টা নয়, যেন ২৪ ঘন্টায় হয়।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য্য জানান, বর্তমান সময়ে সিটিভির অনুষ্ঠানের মান অনেক ভালো হয়েছে। তবে লোকবল আর প্রযুক্তিগত বিষয়ে কিছুটা ঘাটতি রয়েছে। তবে সবকিছু মিলিয়ে আমরা সর্বোচ্চটি দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে অনুষ্ঠানমালায় নতুনত্ব এসেছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন