বাংলাধারা প্রতিবেদন »
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১৫ ফেব্রুয়ারি ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এক মাসের সফরে টাইগারদের বিপক্ষে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে তারা। রোববার(২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি)।
আইসিসির এফটিপি অনুযায়ী মার্চেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল জিম্বাবুয়ের। তবে এক মাস আগেই চলে আসছে তারা।এবারের সফরে টাইগারদের বিপক্ষে ঢাকা ও চট্টগ্রামে তিন ফরম্যাটই লড়বে উইলিয়ামস-আরভিনরা।
ঢাকায় পৌঁছে দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে বাংলাদেশের বিপক্ষে সফর শুরু করবে জিম্বাবুইয়ানরা।
এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। আর সব শেষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সফরে টেস্ট দলে জিম্বাবুয়ের নেতৃত্ব দেবেন শন উইলিয়ামস ও সীমিত ওভারের ক্রিকেটে তাদের অধিনায়ক চামু চিবাবা। ১২ মার্চ ঢাকা ছেড়ে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি:১৮-১৯ ফেব্রুয়ারি: প্রস্তুতি ম্যাচ: (ভেন্যু নির্ধারিত হয়নি),২২ থেকে ২৬ ফেব্রুয়ারি: একমাত্র টেস্ট: মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা,১ মার্চ-প্রথম ওয়ানডে: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম,৩ মার্চ -দ্বিতীয় ওয়ানডে: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম,৬ মার্চ-তৃতীয় ওয়ানডে: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম,৯ মার্চ-প্রথম টি-টুয়েন্টি : মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা,১১ মার্চ-দ্বিতীয় টি-টুয়েন্টি : মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।
বাংলাধারা/এফএস/টিএম













