৪ নভেম্বর ২০২৫

মাটিরাঙ্গায় তিন দিনব্যাপি ই-নথি ও ই-ফাইলিং বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে ই-নথি ও ই-ফাইলিংয়ে কাজ করার জন্য সকল অফিসার ও অফিস সহকারীদের আইসিটি ও অফিস ব্যবস্থাপনায় তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯জানুয়ারি) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে তিন দিনব্যাপি উপজেলায় কর্মরত কর্মকর্তা ও অফিস সহকারীদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ই-নথি ও ই-ফাইলিংয়ের উপরে প্রশিক্ষণ প্রদান করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর উজ্জ্বল কুমার হাওলাদার (নেজারত খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়)।

মাটিরাঙ্গা উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী প্রশিক্ষণ পরিচালনায় প্রশিক্ষণে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ সভাপতিত্ব করেন।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা ও অফিস সহকারী মোট ৬০জন পুরুষ ৫০ জন মহিলা ১০ জনকে ই-নথি ও ই-ফাইলিংয়ের উপরে প্রশিক্ষণ গ্রহণ করেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন