৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশীদের ফেরাতে ফ্লাইট রেডি : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »

চীনের উহান থেকে বাংলাদেশীদের ফিরিয়ে আনতে সরকার ফ্লাইট রেডি রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এছাড়া চীনে থাকা কয়েকজন বাংলাদেশি আপাতত সেখানেই থাকতে চান বলে জানিয়েছেন বলে উল্লেখ করেন মন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, ‘কয়েকজন বাংলাদেশির সঙ্গে আলাপ হয়েছে। তারা আপাতত সেখানেই থাকতে চাচ্ছেন। কারণ হিসেবে তারা জানিয়েছেন, এ অবস্থায় এখন বাংলাদেশে আসা তাদের ঠিক হবে না। চীনে অসুখ হলে তারা খরচ দেবে, চিকিৎসাসেবা দেবে। তাই তারা কিছুদিন পরে আসতে চায়। কারণ বাংলাদেশেষ আসলে কী সেবা পাবে, তা বলা মুশকিল বলে তারা জানিয়েছেন।’ অধিকাংশ বাংদেশিদের এই মতামত কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি বলতে পারবো না, তবে কয়েকজন বলেছে। এছাড়া বাংলাদেশিরা আগে আসলেও আমাদের পর্যবেক্ষণে থাকবে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও জানিয়েছে এ বিষয়ে চাইনিজরা সক্ষম।’

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন