খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের ২০২০সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২৯জানুয়ারি) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:এরশাদ আলী। মাটিরাঙ্গা আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো: মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো:এমরান হোসেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান বলেন, সকল পরীক্ষার্থী ভালোভাবে পরীক্ষা দেবে এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সারা বছর যা পড়েছো সুন্দর ভাবে পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে তৈরী কর।
বিদায় অনুষ্ঠানে অভিবাবক, ছাএ/ছাএী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম
				












