বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন চলছে উৎসবমুখর পরিবেশে। আজ বুধবার (৩০ জানুয়ারি) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয় এবং বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে।
সিইউজে’র সভাপতি পদে লড়ছেন ‘দ্যা অবজারভার’র মোস্তাক আহমদ, ‘দি ফিনান্সিয়াল এক্সপ্রেস’র নাজিমুদ্দীন শ্যামল, একাত্তর টিভি’র মাঈনুদ্দীন দুলাল ও পূর্বকোণের মোহাম্মদ আলী।
সাধারণ সম্পাদক পদে একুশে টিভির মো হাসান ফেরদৌস ও দেশ রুপান্তরের ম. শামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে-আজাদীর সবুর শুভ , সিপ্লাস টিভির স্বরূপ ভট্টাচার্য এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের এসএম ইফতেখারুল ইসলাম ও ভোরের কাগজের প্রীতম দাশ।
এছাড়া এ নির্বাচনে ৯টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছে। মোট ভোটার সংখ্যা চার শতাধিক।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক জসীম চৌধুরী সবুজ, সদস্য যথাক্রমে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নিযাম উদ্দিন, মুহাম্মদ মোরশেদ আলম, মুহাম্মদ শামসুল হক ও মোহাম্মদ মামুনুর রশীদ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













