২৯ অক্টোবর ২০২৫

হঠাৎ অসুস্থ কাদের, বিএসএমএমইউতে ভর্তি

বাংলাধারা ডেস্ক »  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে প্রাথমিক চিকিৎসার জন্য তিনি সেখানে যান।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করে জানান, শ্বাসকষ্ট অনুভব করায় সকালে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। হাসপাতালে নিয়ে আসার পর তাকে নেবুলাইজ করা হয়। এছাড়া তার ব্লাড টেস্ট ও কফ টেস্ট করা হয়।

এর আগে গত বছরের ২ মার্চও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রামে কাদেরের হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ভর্তি করা হয় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। সেখানে কার্ডিও থোরাসিক সার্জন ডা. শিভাথাসান কুমারস্বামীর নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি হয়।

এক মাস পর হাসপাতাল ছাড়লেও চিকিৎসকরা ‘চেকআপের জন্য’ আরও কিছু দিন তাকে সিঙ্গাপুরে থাকার পরামর্শ দেন। এরপর একটি বাসা ভাড়া করে সিঙ্গাপুরে অবস্থান করেন ওবায়দুল কাদের। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে গত বছরের ১৫ মে দেশে ফেরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের ২১তম সম্মেলন পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন