২৯ অক্টোবর ২০২৫

নগরীর সেই বস্তিতে ফের আগুন

বাংলাধারা প্রতিবেদন »  

এক সপ্তাহের ব্যবধানে নগরীর মির্জাপোল বস্তিতে দ্বিতীয় বারের মতো আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শুক্রবার সকালে মির্জাপোল এলাকার বস্তিতে আগুনের ঘটনা ঘটলে তা ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। শেখ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয়রা জানান, সড়ক সরু হওয়ায় দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। একই জায়গায় একাধিকবার আগুনের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এর আগে গত শুক্রবার একই স্থানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু তার আগেই সেদিন পুড়ে গিয়েছেল বস্তির তিন শ কাঁচাপাকা ঘর। সব হারিয়ে নিঃস্ব হয়ে যান কয়েক হাজার মানুষ।

সেই ধ্বংসস্তুপ থেকে যেটুকু পাওয়া যায় তা নিয়ে আবারও ঘর সাজানোর চেষ্টা করছিলেন এখানকার মানুষগুলো। ঠিক তখনি আবার পুড়ে ছাই তাদের স্বপ্নগুলো।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন