বাংলাধারা ডেস্ক »
ঢাকার দুই সিটির নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে এম নুরুল হুদা।ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানান তিনি।
শুক্রবার(৩১ জানুয়ারি)রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শনে সিইসি আরও বলেন, বরাবরের মতই কমিশন পক্ষপাতহীন নির্বাচন আয়োজন করবে। এদেশে কমিশন কখনো সব দলের আস্থাভাজন হতে পারেনি। কোনো দলের পক্ষ হয়ে কমিশন কখনো নির্বাচন করে না। তাই যারা ক্ষমতায় থাকেন তাদের আস্থা থাকে, আর বিরোধীদের আস্থা থাকে না, এটাই এদেশের পলিটিক্যাল কালচার। এ অবস্থা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে।
ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে সিইসি বলেন, কেন্দ্রের কর্মকর্তারা তাদের সব ধরণের সহযোগিতা করবে।
সিইসি বলেন, প্রিজাইডিং অফিসারদের যথেষ্ট প্রশিক্ষণ দেয়া হয়েছে। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। ভোটারার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, এ জন্য সবরকম ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটাদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান কেএম নূরুল হুদা।
সকল নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, নীতিমালার মধ্যে থেকে দায়িত্ব পালন করবে পর্যবেক্ষকরা।
বাংলাধারা/এফএস/টিএম













