২৪ অক্টোবর ২০২৫

ঢাকা মাতাবে ৯৫-৯৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা; ফ্যামিলি কার্নিভাল শুক্রবার

বাংলাধারা প্রতিবেদন »

‘ফেব্রুয়ারি সাত, ঢাকা করব মাত’ এ স্লোগানকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে এসএসসি ৯৫ ও এইসএস সি ৯৭তম ব্যাচের মিলনমেলা ।

আগামী ( ৭ ফেব্রুয়ারী ) শুক্রবার লাল মাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠান সংগঠিত হবে। ৯৫-৯৭ শিক্ষাবর্ষের প্রায় তিন হাজার শিক্ষার্থীর সমন্বয়ে আয়োজিত হবে এ কার্নিভাল । অনুষ্ঠানে থাকছে নানা রকম আয়োজন ।

কার্নিভালে লাইভ মিউজিক শো’তে গান গেয়ে মাতাতে আসছেন ভারতীয় খ্যাতনামা কন্ঠশিল্পী অনুপম রায়। থাকছেন মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা পাভেল। এছাড়াও থাকছে ফ্যাশন শো , নাটক ,পাপেট শোসহ লেজার শো । ভ্যানুতে থাকবে কিডস কর্নার, ফুড কর্নার ও অনুষ্ঠানে লাইভ র‍্যাফেল ড্র ।

আয়োজক কমিটির অন্যতম সদস্য হাজী চান্দু মিয়া জানান, আমরা চাই সব বন্ধুকে একই ছাতার নিচে নিয়ে আসতে। আমরা ব্যাপক সাড়া পেয়েছি। অনেক অনেক পুরোনো বন্ধুকে আমরা পেয়েছি, যারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ছড়িয়ে পড়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে তারাও আমাদের ডাকে সাড়া দিয়েছে। আশা করছি এ আয়োজন সকলের সহযোগিতায় সম্পন্ন করতে পারবো। সকলের সহযোগিতা চাই।

চট্টগ্রাম থেকে ফ্যামিলি কার্নিভালে ছুটে যাওয়া মেজবা উদ্দিন হায়দার জানান, অনেকদিন পর পুরনো বন্ধুদের একত্রে পাবো। এটি খুব আনন্দের। তাই কার্নিভালে যোগ দিতে পরিবার নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হলাম।

আফতাব মাহমুদ রতন জানান, এবারের এই আয়োজনে প্রায় তিন হাজার মানুষের মিলন মেলা ঘটবে।

কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, এসএসসি-৯৫ ও এইসএসসি ৯৭তম ব্যাচের সবাইকে নিয়ে এ মিলনমেলা। সবার ব্যস্ত জীবনের মাঝে এমন আয়োজন ও পুরনো সব বন্ধুকে একসাথে পাওয়া সতিই খুব আনন্দদায়ক।

উল্লেখ্য, অনুষ্ঠান সম্পর্কিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে -০১৭১১৩৬৭৯১৯ (আসরার), ০১৭১৫০৫৫১০৯ (আশিক), ০১৭১১৫৪৭৩৭৫ (সজল) এ নাম্বারে।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন