২৩ অক্টোবর ২০২৫

২১২ রান করলেই ফাইনালে যাবে বাংলাদেশের যুবারা

বাংলাধারা প্রতিবেদন »

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের দেয়া ২১২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশের যুবারা। এ ম্যাচ জিতলে প্রথমবার কোনো বিশ্বকাপ ফাইনালে উঠবে বাংলাদেশ।বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) সাউথ আফ্রিকার পচেফস্ট্রুমে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান জুনিয়র টাইগারদের অধিনায়ক আকবর আলী। ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে জুনিয়র ব্ল্যাকক্যাপরা।শামিম-শরিফুলদের দাপটে ৫০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে মাত্র ২১১ রান জমা করতে পেরেছে তারা।তবে টাইগার বোলারদের চোখ রাঙানিকে উপেক্ষা করেই ফিফটি তুলে নেন বেকহ্যাম হুইলার গ্রিন্যাল।

ফিল্ডিংয়ে নেমে দারুণ সূচনা এনে দেন অফ স্পিনার শামিম হোসেন। ওপেনার রেস মারিউকে ১ রানে ফেরান তিনি।এরপর ১৮ রানে আরেক ওপেনার ওলে হোয়াইটকে ফেরান রাকিবুল হাসান। দ্বিতীয় উইকেটে নামা ফারগুস লেলম্যানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন শামিম। ২৫তম ওভারে জেসি টাসকফকে তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেন হাসান মুরাদ।এরপর অন্য কেউ দাঁড়াতে না পারলেও উলার গ্রিনালের অপরাজিত ৭৫ রানে ভর করে শেষ পর্যন্ত ২১১ রান তুলতে সক্ষম হয় কিউইরা।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন শরিফুল ইসলাম। দুটি করে উইকেট ঝুলিতে পুরেছেন শামিম হাসান এবং হোসেন মুরাদ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন