বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে ২৫ নং রামপুর ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে মো. আব্দুস সবুর লিটন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে মনোয়নপত্র সংগ্রহ করেন এবং তা একইদিন পূরণ করে দাখিল করেন। মো: আবদুস সবুর লিটন ২৫ নং রামপুর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
একজন সফল সমাজ সেবক হিসাবে ব্যপক জনপ্রিয়তা অর্জন করায় এলাকাবাসী সাবেক এই কাউন্সিলকে আসছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও অংশ নিতে উৎসাহ দেখিয়ে আসছেন। তাদেরই উৎসাহ ও প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন জনপ্রিয় সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটন।
মেধা, মনন, কর্ম প্রয়াস, শ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তিনি নিজেকে গড়েছেন এক উজ্জ্বল অধ্যায়ে। তিনি জীবনের সুদীর্ঘ সময়ে সংগঠক, সমাজকর্মী এবং সর্বোপরি একজন মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে অতি পরিচিত মানুষ। নিজ মেধা ও ব্যবস্থাপনা যোগ্যতা গুনে একজন দক্ষ সমাজসেবক ও কাউন্সিলর হিসেবে এলাকাবাসীর মন জয় করতে তিনি সক্ষম হয়েছেন। জীবনের প্রথম ২০১০ সালে কাউন্সিলর নির্বাচিত হয়েই তিনি সমাজের উন্নয়ন করে যাচ্ছেন একাধারে।

জানা গেছে, আব্দুস সবুর লিটন শুধু একজন সাবেক সফল প্রতিনিধি নন কিংবা ২৫ নং রামপুর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক নন তিনি এলাকার মানুষের বন্ধু ও অভিভাবকের ভূমিকা পালন করে আসছেন। ক্রীড়া সংগঠক হিসাবেও তাঁর রয়েছে পরিচিতি। মানুষের সমস্যা দেখলে বা তার কাছে কেউ সমস্যার কথা জানালে সাথে সাথে তিনি তার সাধ্যমত সমস্যাটি সমাধান করার চেষ্টা করেন। তার আমলে এলাকার জনগণ এ যাবত কালে সবচেয়ে শান্তিতে বসবাস করে আসছে। এলাকার মানুষের একটাই স্পষ্ট কথা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২৫ নং রামপুর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সবুর লিটনকেই আমরা দেখতে চাই।
আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনের জন্য ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। ২০২০ সালের মার্চ মাসে এই নির্বাচন হবে বলে ইতোমধ্যে আবাস দিয়েছেন নির্বাচন কমিশন।
আব্দুস সবুর লিটন তার অত্র ওয়ার্ড ও এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজে বিশেষ ভুমিকা রেখেছেন তিনি। যেই কারনে আব্দুস সবুর লিটন নাগরিক সমাজের কাছে ২৫নং ওয়ার্ডের উন্নয়নের রুপকার হিসেবে নিজেকে পরিচিত করেছেন। যিনি একই সাথে একজন সফল জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও পারিবারিক ভাবে দায়িত্ব পালন করে আসছেন।
রাজনীতি জীবনের শুরু থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ওয়ার্ডবাসীর মতে, এই পরিশ্রমী জনপ্রতিনিধি আসন্ন নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হউক।
স্থানীয়রা জানান, আব্দুস সবুর লিটন সমাজের উন্নয়নে বিশেষ ভুমিকা রেখেছেন। ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর থাকা অবস্থায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। নিজে সব সময় সাধারন মানুষের মত জীবন যাপন করেন। মানুষের বাড়ি গিয়ে খোঁজ খবর নেন। কাউন্সিলর হয়েও তার ব্যক্তিগত জীবনের কোন পরিবর্তন নেই। সহজ-সরল জীবন-যাপনেই তার জনপ্রিয়তা এখন ইর্ষা করার মতো।
এলাকাবাসী বলেন, আব্দুস সবুর লিটন আমাদের এলাকার গর্ব। তাঁর আমলে প্রতিটি সেক্টরের মধ্যে খুব সুন্দর রাস্তা, আলোকসজ্জা সহ বিভিন্ন উন্নয়ন করেছেন। অথচ বিগত ৫ বছরে অনেক সৌন্দর্য হারিয়েছে। মাদকের রমরমা বাণিজ্য, দখল, চাঁদাবাজিতে অতিষ্ঠ নগরবাসী।
২৫নং ওয়ার্ড এলাকার যুবক তপন বলেন, এলাকার রাস্তা-ঘাট আগে ভালো ছিল। মাদক, ছিনতাই, জায়গা দখল, চাঁদাবাজি ছিলনা। কিন্তু বিগত ৫ বছরে আশঙ্কাজনক হারে বেড়েছে।
এলাকার এক মুরব্বী বলেন, আব্দুস সবুর লিটন সিটি কর্পোরেশনের কাউন্সিল হওয়ার পর তার দ্বারা আমরা পাকা রাস্তা, ড্রেন, বিদুৎ লাইন পেয়েছি। এই এলাকার উন্নয়নে আমরা তাকে চাই ।
বর্তমানে রামপুর ওয়ার্ডে দেড় লাখেরও বেশি লোকের বসবাস। তারমধ্যে ৪০ হাজারের বেশি ভোটার রয়েছে। অত্র এলাকার ভোটারদের ভালবাসা এবং সমর্থনে আগামী নির্বাচনেও আব্দুস সবুর লিটন অংশ নেবেন।
এ ব্যাপারে আব্দুস সবুর লিটন বলেন, আগামী সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন বলে তিনি আশাবাদী। জয়ী হলে অত্র ওয়ার্ড উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়ন করবো। উল্লেখযোগ্য ভাবে বিভিন্ন এলাকায় অবস্থিত বহু পুরাতন রাস্তাকে সংস্কার ও আধুনিকায়ন করে পুরো ২৫ নং ওয়ার্ডকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রনের ব্যবস্থা করবো। মাদক নির্মূলে জিহাদ ঘোষণা করবো।
তিনি আরো বলেন, বর্তমানে আমি কাউন্সিলর না হলেও ২৫ নং ওয়ার্ডের এলাকার মুরব্বীদের সঙ্গে নিয়ে এলাকার ব্যাপক উন্নয়নে ভুমিকা রেখে আসছি। তাই এলাকার সাধারন ভোটাররাও আমাকে আবার জনপ্রতিনিধি হিসাবে চান।
আব্দুস সবুর লিটন আরও বলেন, আমি একটাই বুঝি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সোপানে আমাদেরকে কাজ করতে হবে। যতদিন বেঁচে থাকবো বাংলাদেশ আওয়ামীলীগের অগ্রযাত্রায়- উন্নয়নে জনগণের সেবায় কাজ করে যাব নিষ্ঠার সাথে।
উল্লেখ্য, ২০১০ সালের সিটি করপোরেশন নির্বাচনে ২৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর হিসাবে একাধিক প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দিতা করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তখন তার উন্নয়নমূলক কাজে এলাকাবাসী সন্তুষ্ট হওয়ায় এবারও তাকে নির্বাচিত করবেন বলে আশা তার।
বাংলাধারা/এফএস/টিএম













