২৯ অক্টোবর ২০২৫

প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন আলমগীর হোসেন সৈকত

বাংলাধারা প্রতিবেদন »

‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়েছে। জাতীয় যুব পুরস্কার-২০১৯ এ সফল আত্মকর্মী হিসাবে পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা মো. আলমগীর হোসেন সৈকত।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বণার্ঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে এ পদক তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের যুব সমাজের সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের স্বীকৃতিস্বরুপ তিনি এ পক অর্জন করেন।

ওইদিন ২৭ জন সফল আত্মকর্মীকে এ পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন।

জাতীয় যুব পুরস্কার প্রাপ্তিতে অনুভ‚তি প্রকাশ করতে গিয়ে স্বনামধন্য খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্বদেশ ডেইরী এন্ড এগ্রো প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং ‘মিঠাই’ সুইটস এন্ড বেইক উদ্যোক্তা পরিচালক মো. আলমগীর হোসেন সৈকত বলেন, এ অর্জন শুধু আমার নয়, এ অর্জন আমার সকল সহযোদ্ধা এবং সমগ্র চট্টগ্রামবাসীর। আমি তাদের এ পুরস্কার উৎসর্গ করলাম।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন