৪ নভেম্বর ২০২৫

চবি শিক্ষার্থীবাহী বাস উল্টে আহত ২৫

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী বহনকারী একটি বাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারীর মনিয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি ফটিকছড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে শিক্ষার্থীদের নিয়ে আসছিল।

জানা গেছে, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি মনিয়াপুরের চেয়ারম্যানঘাটা এলাকায় এলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ