বাংলাধারা প্রতিবেদন »
উদীয়মান অভিনেত্রী প্রীতি আহসান রিয়া এখন পুলিশের এসআই! না পুলিশ যোগ দেননি তিনি। সময়ের গল্প নামের একটি নাটকে পুলিশের এসআই চরিত্রে অভিনয় করছেন তিনি।
নাটকটিতে আরো অভিনয় করছেন মৃদুল হাসান হৃদয়, আজিজুর রহমান আজাদ পূর্নিমা বৃষ্টিসহ আরো অনেকে।
তপু খানের পরিচালনায় আর রশিদুর রহমানের রচনায় নাটকটি প্রচার হবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে। ইতোমধ্যে ঢাকার বিভিন্ন স্পটে নাটকটির সূটিং চলছে।
চট্টগ্রামের বেড়ে উঠা প্রীতি আহসান রিয়া এ পর্যন্ত ৮ টি নাটকে কাজ করেছেন।
প্রীতি আহসান রিয়া বাংলাধারাকে জানান, ভালো গল্প ও চরিত্রে অভিনয়ের আনন্দই আলাদা। ভালো গল্পের নাটক। তাই দর্শকদের ভাল লাগবে জানান রিয়া।
বাংলাধারা/এফএস/টিএম/এএ
				












