মুহাম্মদ আব্দুল আলী »
দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত চট্টগ্রাম রেলস্টেশনের সামনে ছিল সুনসান নীরবতা। এরপর পুরাতন স্টেশনের সামনে ভীড় বাড়তে থাকে। স্টেশনের সামনে সাজানো মঞ্চে উঠে গণমাধ্যমসহ আগত সর্বস্তরের মানুষের উদ্দেশে কথা বলার চেষ্টা করেন সদ্য নির্বাচিত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ এমপি। এরপর চতুর্দিক থেকে হঠাৎ মিছিল এসে জনসমুদ্র হয়ে যায় স্টেশন রোডের পুরো এলাকা।
সময় যখন ৩টা ৫মিনিট তখন উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন, রেজাউল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তখন রেজাউল করিম চৌধুরীর বলেছেন, ‘নেতা হতে আসিনি, মানুষের সেবায় জীবন উৎসর্গ করে দেবো। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আপনাদের ভালোবাসায় আজ সিক্ত। আপনাদের ভালোবাসার কারণেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর উপহার দেয়া নৌকা নিয়ে চট্টগ্রামে আসা এম রেজাউল করিম চৌধুরীকে বরণ করে নিতে সকাল থেকেইা নগরীর অলিতে গলিতে উৎসবের আমেজ। সূর্যকিরণের তাপ তীব্র হতে হতেই জনসমুদ্রের জোয়ারও বাড়তে থাকে রেলওয়ে এলাকাজুড়ে।

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত এ প্রার্থীকে শুভেচ্ছা জানাতে কেউ ফুল, ফুল দিয়ে নৌকা, পেস্টুন, ব্যানার ও দফায় দফায় স্লোগান দিয়ে জড়ো হচ্ছে একের পর এক মিছিল।
জনস্রোতে তিল পরিমাণ জায়গাও নেই পুরাতন রেলওয়ে স্টেশন চত্তরে। মানুষের বাঁধভাঙা জোয়ার। চারপাশ ঘিরে ভিড় করে আছে লাখো জনতা। উপচে পড়া এ ভিড় দেখা গেছে আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী ঢাকা থেকে চট্টগ্রাম আসায় তাঁকে চট্টগ্রামবাসীর বরণ করে নেয়ার দৃশ্য।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেয়া উপহার নৌকার প্রতীক নিয়ে চট্টগ্রামে পৌঁছেছেন তিনি। তাঁর এ আগমনকে ঘিরে চট্টগ্রাম শহরজুড়ে যেন উৎসবের আমেজ বয়ে যাচ্ছে।
স্টেশনের সামনে সাজানো মঞ্চে উঠে এম রেজাউল করিম চৌধুরী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আপনাদের এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন এবং আপনাদের এ ভালোবাসায় সিক্ত ও অশেষ কৃতজ্ঞ।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে নৌকার প্রতীক হাতে তুলে দিয়েছেন। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাঁর মর্যাদা রক্ষা করবো। জহুর আহমদ চৌধুরী, এমএ আজিজ, মহিউদ্দীন চৌধুরীর পথ অনুসরণ করবো।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী বলেন, আমি জয়ী হলে চট্টগ্রামকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে কাজ করবো। সকলকে সঙ্গে নিয়ে একটি বসবাসযোগ্য, মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী গড়তে কাজ করবো।
তিনি বলেন, চট্টগ্রামবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। নির্বাচনে যদি জয়ী হতে পারি তাহলে মানুষের পাশে থাকবো। চট্টগ্রামে যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তা আরও এগিয়ে নিতে কাজ করবো।

মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর পরিচালনায় মঞ্চে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম।
এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লেখক : সহ-সম্পাদক, বাংলাধারা ডটকম













