৩০ অক্টোবর ২০২৫

কক্সবাজারে বাস-ট্রাক সংঘর্ষে দু’চালক নিহত

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালী মেধাকচ্ছপিয়া মোড়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকদ্বয় নিহত হয়েছেন। এসময় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন।

বুধবার বেলা ১২টার দিকে দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী। নিহতের মাঝে বাস ড্রাইভার লিটনের (৩৫) নাম পাওয়া গেছে। তিনি ভোলার চরফ্যাশন এলাকার মৃত শাহজাহানের ছেলে। অপরজনের নাম ঠিকানা এখনো মেলেনি।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী বলেন, দুপুরের দিকে চট্টগ্রামমুখী বাস (ঢাকা মেট্রো ব- ১৪-০৭৯১) ও কক্সবাজারমুখী ট্রাকের (নারায়ণগঞ্জ ট-০২-০৩২৬) মুখোমুখি সংঘর্ষে একজন চালক ঘটনাস্থলেই মারা গেছেন। হাসপাতালে নেয়ার পথে অপর চালক মারা যান।

মোরশেদুল আলম চৌধুরী আরো বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মুখোমুখি সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। বাসটি পার্শ্ববতী বিলে নেমে গিয়ে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা খেয়ে আটকে যায়। দূর্ঘটনার পর সড়কের উভয়পাশে যান বাহনের দীর্ঘলাইন পড়ে যায়। কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন