বাংলাধারা প্রতিবেদন »
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন মাশরাফী বিন মর্তুজা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিকুর রহিম, মুমিনুল হক ও তামিম ইকবালের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের একথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র সভাপতি নাজমুল হাসান পাপন। সেইসঙ্গে আগামি এক মাসের মধ্যে পরবর্তী ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
বিসিবি সভাপতি বলেন, একটি সিদ্ধান্ত হয়ে গেছে, এটাই হবে অধিনায়ক মাশরাফীর শেষ সিরিজ। তার জন্য কড়াকড়ি করা হচ্ছেনা। দামি খেলোয়াড়রা পরিকল্পনা করেই বলে দেয়, এটা তার শেষ সিরিজ। মাশরাফী যদি এমন সিদ্ধান্ত নেন, তাহলে তাকে বিদায় জানানো হবে। জিম্বাবুয়ে সিরিজের পর নতুন ওয়ান ডে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, বাংলাদেশ দলের চেয়ে জিম্বাবুয়ে দল ভালো অবস্থায় আছে। তাদের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারা সবচেয়ে খারাপ হয়েছে।
দলের সাম্প্রতিক পারফরম্যান্সের বিষয়ে ক্ষোভ জানিয়েছে নাজমুল হাসান পাপন বলেন, টিম নিয়ে কে সিদ্ধান্ত নিচ্ছে, তা জানা নেই।জাতীয় দল নিয়ে টিম ম্যানেজমেন্টের জবাবদিহিতা নিশ্চিত করতে আবারও দলের বিয়য়ে নাক গলাতে হবে। তামিম, মুশফিক, মুমিনুলের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। কোচ নতুন কিছু ছেলেকে ট্রাই করে দেখতে চায় বিশেষ করে পেসারদের।
১ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে সিলেটে। এর আগে একটি টেস্ট ও পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে।
বাংলাধারা/এফএস/টিএম













